যে পদ্ধতি মানলে পাম্পে ঠকবেন না

আমরা পাম্পে যাই মূলত গাড়িতে জ্বালানি ভরার জন্য। আর এই জ্বালানি গাড়ি চালানোর জন্য অপরিহার্য।  যে কারণে সেটি নির্ভরযোগ্য উৎস থেকে নেওয়া অত্যন্ত জরুরি। 

অনেক ক্ষেত্রেই পাম্প অপারেটররা গ্রাহকদের সঠিক পরিমাপে তেল না দিয়ে গ্রাহকদের ঠকিয়ে থাকেন। এজন্য তারা নানা ধরনের কারসাজিও করে থাকে। 

পাম্পে কম তেল দেওয়া বা অতিরিক্ত দাম নেওয়ার মতো জালিয়াতি প্রায়ই শোনা যায়। যার জন্য অনেক গ্রাহকই ‘২-৩-৫ থিওরি’ অনুসরণ করে থাকেন। 

বিশেষজ্ঞদের মতে- ‘২-৩-৫ থিওরি’ অনুযায়ী জ্বালানি ভরালে ঠকে যাওয়া থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায়। 

পাশাপাশি জ্বালানি নেওয়ার সময় সচেতনতা, সতর্কতা এবং সঠিক পাম্প বেছে নেওয়া খুবই জরুরি। সঠিক পদ্ধতিতে জ্বালানি নেওয়ার মাধ্যমে আপনি ঠকে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারবেন। 

চলুন জেনে নেয়া যাক ২-৩-৫ থিওরি এর কার্যকারিতা সম্পর্কে- 

২-৩-৫ থিওরি মতে, যদি আপনি পেট্রোল পাম্প থেকে ২ লিটার, ৩ লিটার, বা ৫ লিটার জ্বালানি ভরেন, তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে। কারণ এতে আপনার জ্বালানি পরিমাণ সঠিকভাবে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

এটি এমন একটি ধারণা, যা অনেকের কাছে জনপ্রিয়। এর পেছনে যুক্তি হচ্ছে, ছোট পরিমাণ তেল ভরলে মেশিনের ভুল ক্যালিব্রেশন বা কাজের ত্রুটি কম থাকে। কম পরিমাণে তেল ভরা হলে পুরো প্রক্রিয়াটা চালানোর সময় পাম্পের মেশিনে গোলমাল করার সুযোগ কম থাকে এবং স্বচ্ছতার সঙ্গে সবকিছু চলে। 

অন্যদিকে প্রায় অনেকেই নির্দিষ্ট পরিমাণ, যেমন- ১০০,২০০,৫০০ টাকার জ্বালানি ভরে থাকেন নিয়মিত। আর এখানেই ভুলটা হয়। অনেক সময় জ্বালানি পাম্পের মেশিনে তেলের পরিমাণ আগে থেকেই সেট করা থাকে। যার ফলে প্রতিনিয়ত প্রতারিত হতে পারেন। এই প্রতারণা এড়াতে লিটার মেপে তেল ভরানোই উত্তম পন্থা। প্রয়োজনে নিজের এলাকার নির্ভরযোগ্য জ্বালানি পাম্পে যেতে পারেন। তারপর সেখানে ২, ৩, ৫ লিটার জ্বালানি ভরাতে পারেন। এতে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। 

পাশাপাশি পাম্পের কাউন্টার ভালো করে চেক করুন। তেল নেওয়ার আগে মেশিনের কাউন্টার ‘০’ আছে কিনা দেখে নিন। সবসময় অপরিচিত পাম্পে জ্বালানি নেওয়ার সময় সতর্ক থাকবেন। 

একাধিক ব্যক্তি মেশিনে তেল ভরানোর সময় বা ভুয়া রসিদ দেখানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। জ্বালানি নেওয়ার পর কখনই রসিদ চাইতে ভুলবেন না। জ্বালানি নেওয়ার পর রসিদ নিন, এটি আপনার নিরাপদ লেনদেনের প্রমাণ হিসেবে থাকবে।

পরিশেষে ‘২-৩-৫ থিওরি’ একটি সাধারণ ধারণা হলেও, জ্বালানি পাম্পে ঠকে যাওয়া থেকে রক্ষা পেতে এটি একমাত্র নির্ভরযোগ্য উপায় নয়। তাই, পাম্প থেকে তেল নেওয়ার সময় সচেতনতা, সতর্কতা এবং সঠিক পাম্প বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ। সতর্কতার সাথে সঠিক পদ্ধতিতে জ্বালানি নেওয়ার মাধ্যমে আপনি ঠকে যাওয়ার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনতে পারবেন।

এমবি/এনএইচ