তরুণদের জন্য নতুন বাইক Honda Shine 100 DX
তরুণ বাইকারদের নজরে রাখতেই হোন্ডা নিয়ে এসেছে তাদের জনপ্রিয় কমিউটার বাইকের আপডেটেড ভার্সন – Honda Shine 100 DX। আগের মডেলের ভিত্তিতে তৈরি হলেও নতুন Shine 100 DX এ রয়েছে নজরকাড়া ডিজাইন, উন্নত ফিচার এবং দৃষ্টিনন্দন কালার অপশন। প্রিমিয়াম লুক ও ফিল যুক্ত করে বাইকটি আরও স্টাইলিশ করা হয়েছে।
Shine 100 DX মডেলে যুক্ত হয়েছে বড় ফুয়েল ট্যাংক, নতুন আকর্ষণীয় গ্রাফিক্স এবং একটি এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সামনে হেডলাইট কাওলে ক্রোম টাচ এবং এক্সহস্টে ক্রোম হিট শিল্ড বাইকটিকে আগের মডেল থেকে আলাদা করেছে।
বিজ্ঞাপন
বাইকটি পাওয়া যাবে চারটি আকর্ষণীয় রঙে। এগুলো হলো - পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, অ্যাথলেটিক ব্লু মেটাল, জেনি গ্রে মেটালিক।
এই বাইকে স্টিলের তৈরি ফ্রেম ব্যবহার করা হয়েছে। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে পাঁচ ধাপে অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্বার যোগ করা হয়েছে। পাশাপাশি ১৭ ইঞ্চির অ্যালয় হুইলের সঙ্গে রয়েছে টিউবলেস টায়ার।
বিজ্ঞাপন
Shine 100 DX-এ থাকছে ৯৮.৯৮ সিসির এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৭.২৮ বিএইচপি পাওয়ার এবং ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে আছে ৪-স্পিড গিয়ারবক্স।
Honda Shine 100 DX নিঃসন্দেহে তাদের টার্গেট মার্কেট তরুণদের জন্য একটি দুর্দান্ত পছন্দ হতে যাচ্ছে। আকর্ষণীয় ডিজাইন, সাশ্রয়ী ইঞ্জিন এবং উন্নত ফিচার মিলিয়ে এটি হতে পারে একটি পারফেক্ট ডেইলি রাইড।