হজযাত্রীদের নিয়ে হজে যাওয়া বিশেষ ফ্লাইটে সামনের দিকে বসতে চাইলে অতিরিক্তি ২৫০ ডলার বা প্রায় ২৩ হাজার টাকা নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক হজ যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটগুলোর সম্মুখ কেবিনের (সামনের সারির সিটগুলো) সীমিত সংখ্যক আসনে বসার আগ্রহ ও চাহিদা প্রাপ্তির দেখা যায়। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সামনের সিটগুলো ‘আগে আসলে আগে পাবেন’ বরাদ্দ দিচ্ছে।

এতে আরও বলা হয়, সম্মুখ কেবিনের আসন নিশ্চিত করতে বাংলাদেশ থেকে শুধু যাওয়ার ক্ষেত্রে জনপ্রতি ১৫০ মার্কিং ডলার অথবা সমপরিমাণ বাংলাদেশি টাকা (১৩ হাজার ৫০০) এবং যাওয়া ও আসার ক্ষেত্রে (একসঙ্গে) ২৫০ মার্কিন অথবা সমপরিমাণ টাকা (২৩ হাজার) পরিশোধ করতে হবে।

সৌদি আরব থেকে শুধু আসার জন্য হজ যাত্রীকে ৭০০ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ১৭ হাজার) পরিশোধ করতে হবে।    

বিমান আরও জানায়, অতিরিক্ত টাকা দিলে হজযাত্রীরা শুধুমাত্র সামনের কেবিনে আসন পাবেন। সেবার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না।

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই সৌদি আরবে হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। মোট হজ যাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান মোট ৬৫টি হজ ফ্লাইট পরিচালনা করবে এবং যাত্রীপ্রতি ভাড়া হবে ১ লাখ ৪০ হাজার টাকা। যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে সবার অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। তাছাড়া যাওয়ার সময় কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে।

৫ জুন (রোববার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ মৌসুমে প্রথম হজফ্লাইট পরিচালনা শুরু করে।

এআর/এসএম