বাংলাদেশ থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং তুরস্কের রিটার্ন টিকিটে মূল্যছাড় দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক এমিরেটস এয়ারলাইন।

মঙ্গলবার (৯ আগস্ট) এমিরেটস জানায়, সব ধরনের ট্যাক্স ও টিকিটের মূল্যে ছাড় দেওয়ার পর ঢাকা থেকে ইকোনমি ক্লাসে সৌদি আরবের জেদ্দা ৭৫৫ ডলার, মদিনা ৭৯৬ ডলার, ইস্তাম্বুলের ভাড়া ধরা হয়েছে ৮০৩ মার্কিন ডলার, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের ভাড়া ৮২৯ ডলার। এছাড়াও বিজনেস ক্লাসে ঢাকা থেকে মদিনা ১৯৮৩ ডলার এবং ইস্তাম্বুল ২৬৫৯ ডলার পড়বে। প্রতিটি ফ্লাইট দুবাইয়ে ট্রানজিট নিয়ে পরিচালিত হবে। 

এমিরেটস জানায়, যাত্রীরা ছাড়ে টিকিট কিনে এবছরের সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। তবে টানা ছুটিতে (ব্ল্যাকআউট পিরিয়ড) ছাড়ের টিকিট পাওয়া যাবে না।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ থেকে বিশ্বের ১২০টির বেশি গন্তব্যে ভ্রমণের জন্য দুবাই থেকে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন যাত্রীরা। 

এআর/জেডএস