চীনের গুয়াংজু রুটের ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রতিমন্ত্রী ছাড়াও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বিমানের এমডি ও সিইও মো. যাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ফ্লাইটের ক্রু-পাইলটদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বেলা ১১টায় ফ্লাইটটি ঢাকা থেকে গুয়াংজুর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ফ্লাইটে মোট কতজন যাত্রী টিকিট কেটেছেন তা এখনো নিশ্চিত করেনি বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ১৮ আগস্ট বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানের বিজি-৩৬৬ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 

একইদিন ফিরতি ফ্লাইট বিজি-৩৬৭ গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৩০ মিনিটে।

এদিকে চীনের কুনমিং রুটেও ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু করছে বিমান।

এআর/জেডএস