ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৩১ অক্টোবর থেকে সপ্তাহে ৬ দিন ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করবে। যাত্রী বেড়ে যাওয়ায় শীতকালীন সময়সূচিতে মালদ্বীপ প্রবাসী ও পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা সহজ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করবে তারা।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

ইউএস-বাংলা জানায়, ২০১১ সালের ১৯ নভেম্বর থেকে বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা প্রবাসী বাংলাদেশীদের সেবা দেওয়ার লক্ষ্যে বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে ঢাকা-মালে রুটে চারটি ফ্লাইট চলছে। প্রতি মুহূর্তে বাংলাদেশ থেকে মালদ্বীপে পর্যটক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি সোম, মঙ্গল ও শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে মালের উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলা এবং  প্রতি বুধ, শুক্র ও রোববার ঢাকা থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মালের উদ্দেশে ইউএস-বাংলার ফ্লাইট যাবে।

প্রতি সোম, মঙ্গল ও শনিবার মালদ্বীপের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে এবং প্রতি বুধ, শুক্র ও রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে ইউএস-বাংলার ফ্লাইট।

বর্তমানে ইউএস-বাংলা বিমান বহরে মোট ১৬টি এয়ারক্রাফট আছে, যার মধ্যে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

ইউএস-বাংলা মালদ্বীপ ছাড়াও চেন্নাই, কলকাতা, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এআর/ওএফ