ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে একটি উড়ন্ত পাখির ধাক্কা (বার্ড স্ট্রাইক) লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বিমানের লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসা ফ্লাইটটি অবতরণের সময় এ ঘটনা ঘটে। ফ্লাইটে মোট ৮৯ জন যাত্রী ছিলেন। তবে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

বিমান জানায়, পাখির সঙ্গে আঘাত লাগা ফ্লাইটটি বিমানের সর্বাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ঢাকা পোস্টকে বলেন, যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট আসে। এরপর ঢাকায় আসে। ঢাকায় আসার পর বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। বিমানের প্রকৌশল বিভাগ উড়োজাহাজের ক্ষতি নিরূপণে কাজ করছে।

এআর/জেডএস