দুবাইয়ের অভিজাত ফেয়ারমন্ট হোটেলস অ্যান্ড রিসোর্টসে বিনামূল্যে একরাত থাকার অফার ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। সোমবার (৩০ জানুয়ারি) থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম শ্রেণি এবং বিজনেস ক্লাসের যাত্রীরা দুবাই ভ্রমণ করলে বা ট্রানজিট নিলে এই অফার পাবেন। ফ্রিতে হোটেলটিতে থাকতে যাত্রার তিনদিন আগে (৭২ ঘণ্টা) টিকিট কিনতে হবে।

সোমবার এমিরেটস বাংলাদেশ জানায়, দুবাইয়ের বিলাসবহুল ফেয়ারমন্ট দ্য পাম রিসোর্টে যাত্রীদের রাখা হবে। রিসোর্টটিতে ৩৮১টি রুম এবং স্যুইট ছাড়াও বিশ্বের বিভিন্ন জনপ্রিয় খাবারের ১০টি রেস্টুরেন্ট ও বার রয়েছে। তিন থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনোদনের জন্য রয়েছে ‘ফেয়ারমন্ট ফ্যালকনস কিডস ক্লাব’। ফেয়ারমন্ট উইলো স্ট্রিম স্পা, চারটি আউট ডোর শীতাতপ নিয়ন্ত্রিত সুইমিংপুল, প্রাইভেট হোয়াইট স্যান্ড বিচ এবং অত্যাধুনিক হেলথ ক্লাব রিসোর্টটির অন্যতম বৈশিষ্ট্য। 

এমিরেটস যাত্রীদের জন্য দুবাইয়ে অন্যান্য সুবিধা:

এমিরেটস বোর্ডিং পাস ও একটি বৈধ পরিচয়পত্র দেখিয়ে যাত্রীরা দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শত শত রিটেইল, অবকাশ এবং ডাইনিং আউটলেটে বিশেষ মূল্যছাড় সুবিধা পাবেন। এই মূল্যছাড় সুবিধা বিখ্যাত সব বিলাসবহুল স্পাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। 

এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’ সদস্যরা ইউএইর রিটেইল আউটলেটে ব্যয়কৃত অর্থের বিনিময়ে মাইল (পয়েন্ট) পেতে পারেন। যা ভাঙিয়ে এয়ার টিকিট, ফ্লাইট আপগ্রেড, কনসার্ট ও স্পোর্টস ইভেন্ট টিকিট পাওয়ার সুযোগ রয়েছে। 

অবকাশ যাপনের জন্য গ্রাহকরা এমিরেটস হলিডেজের মাধ্যমে দুবাই প্যাকেজ বুক করতে পারেন। এসব প্যাকেজগুলো সহজেই পরিবর্তনযোগ্য। এমিরেটস হলিডেজ সার্ভিস টিমের সদস্যরা অবকাশযাপনকারীদের সর্বক্ষণ সেবা ও সহায়তা দিয়ে থাকে। 

গ্রাহকরা এমিরেটস দুবাই এপেরিয়েন্স প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেরাই তাদের ফ্লাইট ও হোটেলসহ অন্যান্য অনেক কিছু পছন্দমতো বুক করতে পারেন। 

এমিরেটস বর্তমানে ঢাকায় প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস একমাত্র এয়ারলাইন যাদের বাংলাদেশের জন্য ফার্স্ট ক্লাস সেবা রয়েছে।

এআর/কেএ