পর্যটন মেলায় ইউএস-বাংলার প্যাভিলিয়ন/ ঢাকা পোস্ট

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১১তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। মেলায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ শুরু হওয়া মেলা চলবে ৪ মার্চ (শনিবার) পর্যন্ত।

বৃহস্পতিবার (২ মার্চ) মেলার ইউএস-বাংলার প্যাভিলিয়নে গিয়ে দেখা গেছে, আগত দর্শনার্থীরা এই এয়ারলাইন্সের নানা অফার ও ডিসকাউন্টের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। অনেকে প্যাভিলিয়ন থেকেই বুকিং দিয়ে দিচ্ছেন বিভিন্ন গন্তব্যের টিকিট।

আরো পড়ুন >> শুরু হলো পর্যটন মেলা

প্যাভিলিয়নে দায়িত্বরত ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার এক্সিকিউটিভ মাহমুদা খানম বলেন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উপলক্ষে আমাদের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টিকিটে ১০ শতাংশ ছাড় চলছে। যে কেউ মেলা চলার সময়ে টিকিট কিনলে ১০ শতাংশ ছাড় পাবেন।

তিনি জানান, এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সে ঢাকা-মালদ্বীপ-ঢাকা রিটার্ন টিকিটসহ ২ রাত ৩ দিনের প্যাকেজ চালু আছে। যা জনপ্রতি ৪৩ হাজার ৯৯০ টাকা থেকে শুরু হয়েছে। ঢাকা-কক্সবাজার-ঢাকা দুই রাত তিন দিনের প্যাকেজ জনপ্রতি ১০ হাজার ৪৯০ টাকা থেকে শুরু হয়েছে।

এবারের পর্যটন মেলায় টাইটেল স্পন্সর হিসেবে আছে ফার্স্ট ট্রিপ।

আয়োজকরা জানান, দেশের সবচেয়ে বড় এই পর্যটন মেলায় প্রবেশে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের জন্য কোনো ফি লাগবে না। বাকিরা ৩০ টাকা এন্ট্রি ফি দিয়ে মেলায় অংশগ্রহণ করতে পারবেন।

মেলায় বিভিন্ন আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার ও হাসপাতাল অংশ নিয়েছে। মেলায় ৩টি হলে ১৪টি প্যাভিলিয়নসহ ১৫০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবার মেলায় দুটি সেমিনারও আয়োজন করা হয়েছে।

আগের বছরের তুলনায় মেলাকে আরো বেশি আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই ও ট্যুরিস্ট পুলিশ। বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন এই মেলায় অংশগ্রহণ করেছে। এছাড়া ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্টরা মেলাায় অংশ নিয়েছে।

এএসএস/জেডএস