এয়ার ইন্ডিয়ার একটি প্লেন রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। দিল্লি থেকে ছেড়ে যাওয়া এআই১৭৩ ফ্লাইটটি সানফ্রান্সিসকোর দিকে যাচ্ছিল। পথে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে প্লেনটি মঙ্গলবার (৬ জুন) রাশিয়ার মাগাদান এয়ারপোর্টে জরুরি অবতরণ করে। ওই ফ্লাইটে ২১৬ জন যাত্রী ছিলেন। ক্রু ছিলেন ১৬ জন।

এয়ার ইন্ডিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটটি দিল্লি থেকে সানফ্রান্সিসকোর দিকে যাচ্ছিল। এর মধ্যে একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে প্লেনটিকে ঘুরিয়ে রাশিয়ার মাগাদান এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করা হয়।

পরে এয়ারক্রাফটে বাধ্যতামূলক সব মেরামতি করা হয়েছে। যাত্রীদেরও সব রকম সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। খুব দ্রুত অন্য ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

ইউনাইটেড এয়ারলাইন্সের সিইও স্কট কিরবি জানিয়েছেন, মার্কিন নাগরিকদের নিয়ে যদি কোনো বিমান রাশিয়ায় নেমে পড়ে তবে এটা কেমন ব্যাপার হলো? আমাদের মনে হয় এই সংকট তৈরির আগেই এটা মেটানো দরকার ছিল। 

তবে এবারই প্রথম নয়। এর আগেও এয়ার ইন্ডিয়ার একাধিক প্লেন জরুরি অবতরণ করেছে।

/এসএসএইচ/