বাংলাদেশে এমিরেটস এয়ারলাইন্সের নতুন এরিয়া ম্যানেজার হয়েছেন জাবের মোহাম্মেদ। আগস্ট মাসের ১ তারিখ থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস বাংলাদেশ।

এমিরেটস জানায়, জাবের মোহাম্মেদ ২০১০ সালে এমিরেটসে যোগ দেন এবং এয়ারলাইন্সটির ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। প্রাথমিকভাবে ২০১২ সাল পর্যন্ত তিনি আউটস্টেশন ম্যানেজারের দায়িত্ব পালন করেন। অতঃপর জাবের সাইপ্রাস, গ্রিস, উগান্ডা ও তাইওয়ানে এরিয়া ম্যানেজার এবং ফিলিপাইনে কান্ট্রি ম্যানেজার ছিলেন।

২০০৭ সালে জাবের শারজাহ বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। তিনি ইউএই’র বিচার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইন্সটিটিউট অফ ট্রেনিং অ্যান্ড জুডিশিয়াল স্টাডিজ থেকে জুডিশিয়াল স্টাডিজ বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন।

দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স ১৯৮৬ সাল থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে আসছে। বর্তমানে ঢাকা থেকে পরিচালিত সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২১টি।

এআর/এমজে