ছুটি না নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে অফলোড করা হয়েছে (ইমিগ্রেশন থেকে ফেরত) জেরিন তাসনিম অনিমা নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। অনিমা এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৫৮৭) ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছিলেন।

তবে সরকারি চাকরিজীবী হিসেবে ছুটির বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাকে দেশ ছাড়তে দেয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ইমিগ্রেশন থেকে অনিমার দেশ ছাড়ার অনুমতির বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়। তবে বিমান কর্তৃপক্ষ ইমিগ্রেশনকে অনিমার ছুটি মঞ্জুর না হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ এবিএম রওশন কবীর ঢাকা পোস্টকে বলেন, বিমানের যেকোনো কর্মীকে বিদেশে যেতে হলে নির্ধারিত নিয়মনীতি মেনে ছুটি ও এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নিতে হয়। অনিমার বিদেশে পড়াশোনার জন্য এক বছরের ছুটির আবেদন করেছিলেন। তবে সেই ছুটি মঞ্জুর হয়নি। বিষয়টি বিমান থেকে ইমিগ্রেশন পুলিশকে জানানো হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে যাত্রার অনুমতি দেয়নি।

তিনি আরও বলেন, ছুটি না নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা অবশ্যই চাকরিবিধি পরিপন্থি।

এআর/এমএ