জাপানের হানেদা বিমানবন্দর থেকে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কারণ, হঠাৎ করেই বিমানের কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এমন পরিস্থিতিতে পাইলটরা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটির গতিপথ পরিবর্তন করে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

রোববার (২৯ জুন) এয়ার ইন্ডিয়ার এআই ৩৫৭ ফ্লাইটে এ ঘটনা ঘটে। পরে কলকাতার দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।

জানা যায়, ৩৫৭ নম্বর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই যাত্রী ও ক্রু সদস্যরা বিমানের কেবিনে অস্বস্তিকর তাপমাত্রা অনুভব করতে থাকেন। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে ককপিটে সংকেত পৌঁছালে পাইলটরা দ্রুত বিকল্প সিদ্ধান্ত নেন। নিরাপদে কলকাতায় অবতরণের পর বিমানটিকে নির্ধারিত স্থানে সরিয়ে নিয়ে যান্ত্রিক পরীক্ষা শুরু করে কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা  জানান, কেবিনে তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি টের পেয়েই পাইলটরা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন। পরে যাত্রীদের নিরাপদে দিল্লিতে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বিমানটির কারিগরি পরীক্ষা চলছে।

বিমানটি ঠিক কবে পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি। তবে যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

কিছুদিন আগেই আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনার কবলে পড়েছিল। বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে প্লেনটি বিধ্বস্ত হয়। ওই ফ্লাইটে ছিলেন ২৪২ জন। তার মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে।

সম্প্রতি একের পর এক যান্ত্রিক সমস্যা ও নিরাপত্তাজনিত ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়া নিয়ে যাত্রীদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক সপ্তাহে একাধিক ফ্লাইটে মাঝ আকাশে ত্রুটি দেখা দেওয়ায় কর্তৃপক্ষকে বারবার সতর্ক হতে হচ্ছে।

এআইএস