সিভিল এভিয়েশন একাডেমিতে আইকাও অডিট সম্পন্ন
সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (আইকাও) কর্তৃক তিন দিনব্যাপী অডিট কার্যক্রম পরিচালিত হয়েছে। এই অডিট কার্যক্রম ২১ অক্টোবর শুরু হয়ে আজ (২৩ অক্টোবর) শেষ হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, অডিট কার্যক্রম পরিচালনা করেন আইকাও গ্লোবাল এভিয়েশন ট্রেনিং তথা ট্রেইন এয়ার প্লাসের অডিটর হার্ভে টুরন।
বিজ্ঞাপন
অডিট চলাকালীন সময়ে সিভিল এভিয়েশন একাডেমির সব টেকনিক্যাল কোর্স পরিচালনা পদ্ধতি, কোর্স কারিকুলাম, সিলেবাস প্রণয়ন, প্রশিক্ষণে ব্যবহৃত টেকনিক্যাল যন্ত্রপাতি তথা বিভিন্ন সিম্যুলেটর ইকুইপমেন্ট এর আপডেট ও সংযোজনের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। সিভিল এভিয়েশন একাডেমি পরিচালিত সব কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রমের আন্তর্জাতিক মান ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
উল্লেখ্য, আইকাও সার্টিফাইড ইন্সট্রাক্টর ও সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে একাডেমির বিভিন্ন ডিসিপ্লিনের কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত অডিট টিম এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
অডিট শেষে হার্ভে টুরন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এর সাথে সাক্ষাৎ করেন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানে সিভিল এভিয়েশন একাডেমির কার্যকর ভূমিকার সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য যুগোপযোগী ট্রেনিং-নিড-অ্যানালাইসিস পরিচালনার পরামর্শ দেন।
এই অডিটের মাধ্যমে একাডেমির প্রশিক্ষণ ও প্রশিক্ষকের মান আরও উন্নত করার সুযোগ সৃষ্টি হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করে। অডিটে প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যতে একাডেমির উন্নয়ন কার্যক্রমে প্রতিফলিত হবে।
এআর/বিআরইউ