ব্রিটিশ এয়ারওয়েজ এবং স্প্যানিশ বিমান সংস্থা ইবেরিয়ার মালিক সংস্থা আইএজি শুক্রবার জানিয়েছে যে, মার্কিন বাজারে দুর্বলতা এবং ইউরোপীয় প্রতিযোগিতার কারণে তৃতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা সামান্য হ্রাস পেয়েছে। 

এক বিবৃতিতে তারা জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কর-পরবর্তী মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২.৩ শতাংশ কমে ১.৪ বিলিয়ন ইউরোতে (১.৬ বিলিয়ন ডলার) নেমে এসেছে। 

আইএজি আরও বলেছে, ২০২৪ সালের রেকর্ড তৃতীয় প্রান্তিকের তুলনায় সামগ্রিকভাবে এটি একটি ভালো পারফরম্যান্স ছিল। 

বিবৃতিতে যোগ করা হয়েছে, যেমনটি প্রত্যাশিত ছিল, উত্তর আটলান্টিক বাজারে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে... এবং ইউরোপীয় বাজারে আমাদের এয়ারলাইনসগুলোর ইউনিট মূল্য কমেছে। 

গ্রুপটির মোট রাজস্ব ৯.৩ বিলিয়ন ইউরোতে অপরিবর্তিত রয়েছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা লুইস গ্যালেগো জানিয়েছেন, আইএজি রাজস্ব, মুনাফা এবং শেয়ারহোল্ডার রিটার্নের ক্ষেত্রে আরও একটি বছর প্রবৃদ্ধি অর্জনের পথে রয়েছে। 

সূত্র: এএফপি। 

এনএফ