ইউএস-বাংলা এয়ারলাইন্সের ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘ব্লু স্কাই’ নতুনভাবে পুনর্গঠনের জন্য এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ম্যাগাজিনের কনটেন্ট উন্নয়ন, সৃজনশীল দিকনির্দেশনা, বিজ্ঞাপন ব্যবস্থাপনা এবং সামগ্রিক প্রকাশনা কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এবং এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক শরীফ সাব্বির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, ‘ব্লু স্কাই’ ম্যাগাজিনের নতুন কাঠামোয় আরও সুসংগঠিত, পাঠক বান্ধব ও তথ্যসমৃদ্ধ কনটেন্ট উপস্থাপন করা হবে। ভ্রমণ, সংস্কৃতি, লাইফস্টাইল, বিশেষ প্রতিবেদনসহ সমসাময়িক নানা বিষয়ের ওপর আধুনিক উপস্থাপনায় সাজানো কনটেন্ট যাত্রীদের ইন-ফ্লাইট অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, আজকে আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি, সেটা হলো ‘ব্লু স্কাই ইউএস-বাংলা’ ম্যাগাজিন পুনরায় চালু করার পরিকল্পনা। ম্যাগাজিনটি শুরু থেকেই প্রকাশিত হচ্ছিল। কিন্তু কোভিডকালীন সিভিল এভিয়েশনের বিভিন্ন বিধিনিষেধের কারণে এর প্রকাশনা বন্ধ রাখতে হয়েছিল। সে সময় বাংলাদেশ মনিটর আমাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছিল। দীর্ঘ বিরতির পর যাত্রীরা দাবি জানিয়েছেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ইন-ফ্লাইট ম্যাগাজিন আবার চালু হওয়া উচিত। শুধু যাত্রীরাই নন; দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরাও মনে করেন, আন্তর্জাতিকভাবে যেমন অন্যান্য এয়ারলাইন্সের ইন-ফ্লাইট ম্যাগাজিনে মার্কেটিংয়ের সুযোগ থাকে, বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে ইউএস-বাংলারও এ সুযোগ পুনরায় চালু করা উচিত।

তিনি আরও বলেন, এই চাহিদাকে গুরুত্ব দিয়ে এবং আমাদের নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে আমরা ম্যাগাজিনটি পুনরায় রিস্টার্ট করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বহরের দিক থেকে দেশের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সে পরিণত হয়েছে। তাই একটি মানসম্মত ইন-ফ্লাইট ম্যাগাজিন যাত্রীসেবার গুরুত্বপূর্ণ অংশ বলে আমরা মনে করি। সেই উদ্দেশ্যেই এনেক্স কমিউনিকেশনসকে আমরা এই নতুন যাত্রার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করেছি। আজকের অনুষ্ঠানে এ দুই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিতে পৌঁছেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানই আশা প্রকাশ করে, এই সহযোগিতা দেশের ইন-ফ্লাইট কমিউনিকেশনের মানকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং বিমান ভ্রমণ, বিজ্ঞাপন বাজার ও সামগ্রিক এভিয়েশন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে।

এমএইচএন/এমএন