কুয়েত ভিসা প্রসেসিংয়ে অতিরিক্ত অর্থ আদায়: আটাবের সাবেক সভাপতি আরেফকে তলব
কুয়েতের ভিসা প্রসেসিংয়ে নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মডার্ন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম আরেফকে তলব করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপস্থিত হতে তাকে চিঠি দিয়েছে কমিশন।
বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
অভিযোগে বলা হয়, কুয়েতের ভিসা প্রসেসিং ফি মাত্র ৫ হাজার ৩০০ টাকা হলেও বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার টাকা আদায় করা হয়েছে। গত আট বছরে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মডার্ন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম আরেফকে তলব করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নোটিশ জারি করেছে।
বিজ্ঞাপন
কমিশনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনার বা আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা আইন, ২০১২ এর বিধান লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে, যা ওই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে বিষয়টির ওপর কমিশন প্রাথমিকভাবে অনুসন্ধান কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আপনাকে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে অনুসন্ধান কার্যক্রমে সহায়তা করতে বক্তব্য দেওয়ার জন্য আগামী ৮ জানুয়ারি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে হাজির থাকতে বলা হয়েছে।
গত ৪ জানুয়ারি পাঠানো নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত তারিখে ইচ্ছাকৃতভাবে হাজির হতে ব্যর্থ হলে অথবা অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র জমা না দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
প্রতিযোগিতা কমিশন সূত্র জানায়, একজন রিক্রুটিং এজেন্সির মালিকের অভিযোগের ভিত্তিতে কুয়েতে ভিসা প্রসেসিং সংক্রান্ত অভিযোগে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।
এ ছাড়া আব্দুস সালাম আরেফের বিরুদ্ধে উড়োজাহাজের গ্রুপ টিকিট মজুত করে উচ্চ মূল্যে বিক্রির অভিযোগও এসেছে। এসব অভিযোগ তদন্তে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলটির আহ্বায়ক করা হয়েছে কমিশনের পরিচালক মোহাম্মদ ইকতিদার আলমকে।
মোহাম্মদ ইকতিদার আলম বলেন, প্রতিযোগিতা কমিশনের নিয়ম অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে এবং কুয়েতে ভিসা প্রসেসিং সংক্রান্ত বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আব্দুস সালাম আরেফ ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সংগঠনটির সভাপতি ছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই পদ ব্যবহার করে কুয়েত ভিসা প্রসেসিং সংক্রান্ত কার্যক্রমে প্রভাব বিস্তার করা হয়।
এআর/এসএম