দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) যাত্রীদের জন্য অতিরিক্ত ব্যাগেজ আনার সুযোগ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে নতুন এ সুযোগ চালু হচ্ছে।

বিমান জানায়, আগে শারজাহ, দুবাই, আবুধাবির যাত্রীরা ২০ কেজি করে দুইটি লাগেজ আনতে পারতেন। লাগেজের ওজন পাঁচ-সাত কেজি বেশি হলে অতিরিক্ত ওজনের জন্য মোটা অংকের চার্জ দিতে হতো। তবে এখন থেকে একজন যাত্রী তৃতীয় লাগেজে আরও ২০ কেজি মালামাল নিয়ে দেশে ফিরতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার সজল কান্তি বড়ুয়া জানান, যেকোনো যাত্রী ৪০০০ দিরহাম পরিশোধ করে দুবাই থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটে লাগেজ নিতে পারবেন। সঙ্গে ২০ দিরহাম জিএসএ সার্ভিস চার্জ দিতে হবে। তৃতীয় লাগেজ নিতে হলে ফ্লাইটের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে বিমানের কাউন্টার বা ট্রাভেল এজেন্টের মাধ্যমে অগ্রিম বুকিং দিতে হবে।

তবে কেউ অগ্রিম বুকিং না দিয়ে সরাসরি তৃতীয় লাগেজ বিমানবন্দরে নিয়ে গেলে সেটির জন্য স্বাভাবিক চার্জ প্রযোজ্য হবে।

এআর/এসএসএইচ