আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে ৩ দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ভারতের ভিস্তারা এয়ারলাইন্স।

এক বিবৃতিতে ভিস্তারা জানায়, আগামী ২৮ অক্টোবর থেকে প্রতি সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। এ দিনগুলোতে দিল্লি থেকে ভোর সাড়ে ৬ টায় ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হবে। ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় ফ্লাইট ছাড়বে। এবং স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় ফ্লাইট দিল্লিতে অবতরণ করবে। 

এয়ারলাইন্সটি জানায়, যাত্রীদের জন্য ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সর্বনিম্ন রিটার্ন ভাড়া ধরা হয়েছে ১৭ হাজার ৩৯৯ টাকা। দিল্লি-ঢাকা-দিল্লি রুটের যাত্রীদের জন্য ভাড়া ১৫ হাজার ৮৯৯ রুপি নির্ধারণ করা হয়েছে। 

বাংলাদেশ থেকে ভারতে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, স্পাইস জেট, ইন্ডিগো এয়ার, গো এয়ার, এয়ার ইন্ডিয়া ফ্লাইট পরিচালনা করছে। দিল্লি রুটে একমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাড়া অন্যরা কোলকাতা ট্রানজিট হয়ে দিল্লি যাচ্ছে।

এআর/আরএইচ