আগামীকাল ২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে আবারও ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান। ২০২০ সালের ১২ নভেম্বর থেকে এই রুটে ফ্লাইট চালিয়ে আসছিল বিমান। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও সারা দেশে সরকারি বিধিনিষেধ জারির কারণে এপ্রিল থেকে ফ্লাইট বন্ধ ছিল।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার ঢাকা পোস্টকে বলেন, প্রতি মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এবং বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। আর প্রতি রোববার দুপুর ১টা৩০ মিনিট এবং মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট।

তিনি আরও জানান, ৩ নভেম্বর বুধবার থেকে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে বিমান। এই রুটে আগে সপ্তাহে একটি ফ্লাইট চলাচল করলেও ৩ তারিখ থেকে দুইটি ফ্লাইট চলাচল করবে।

বিমান জানায়, সৈয়দপুর থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিট বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজার থেকে সপ্তাহে শনিবার ও রোববার দুপুর ২টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যাবে।

এআর/এনএফ