ভ্রমণ পিপাসুদের জন্য ইউরোপের দেশগুলোর প্লেনের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে থাইল্যান্ডভিত্তিক থাই এয়ারওয়েজ। কেবলমাত্র মাস্টারকার্ড দিয়েই এই ছাড়ে টিকিট কাটা যাবে।

থাই এয়ারওয়েজ বাংলাদেশ জানায়, থাই এয়ারওয়েজ ও মাস্টারকার্ডের সম্পর্কের অংশ হিসেবে এই ছাড় দেওয়া হয়েছে। ছাড়ে টিকিট কেটে যাত্রীরা ইকোনমি ও বিজনেস ক্লাসে ইউরোপের ব্রাসেলস, কোপেনহেগেন, লন্ডন, মিউনিখ, ফ্রাঙ্কফুর্ট, মিলান, জুরিখ, স্টকহোমের মতো গন্তব্যে যেতে পারবেন।

এই ছাড় আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। আর ছাড়ে কেনা টিকিট দিয়ে ভ্রমণ করা যাবে এ বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। 
 
ছাড় পাওয়ার জন্য যাত্রীদের থাই এয়ারওয়েজের ওয়েবসাইটে গিয়ে নিজেই টিকিট কাটতে হবে। অনলাইন পেমেন্টের আগে তাদের প্রমোকোড 'TGxMasterCard' বসাতে হবে।

বাংলাদেশি যাত্রীরা ছাড়ে টিকিট কিনে ঢাকা থেকে ব্যাংকক ট্রানজিট নিয়ে ইউরোপের দেশগুলোতে যেতে পারবেন। তবে যাত্রীদের নিজ নিজ গন্তব্যের ভ্রমণ বিধিনিষেধ মেনে ফ্লাইটের প্রস্তুতি নিতে বলেছে থাই এয়ারওয়েজ।
 
এআর/ওএফ