ভাড়ায় এনে (লিজ) চালানোর ১৩ বছর পর বোয়িং-৭৩৭ মডেলের দুইটি প্লেন কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশি টাকায় প্রতিটি প্লেনের দাম পড়বে প্রায় ৮৪ কোটি টাকা।

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, প্লেন দুটির মালিকানা প্রতিষ্ঠান আয়ারল্যান্ডের সেলেসটিয়াল এভিয়েশন ট্রেডিং লিমিটেড। ২০২১ সালের শেষের দিকে এই মালিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বিমান। উড়োজাহাজ দুটির প্রত্যেকটির দাম ধরা হয়েছে ৯৭ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। বাংলাদেশি টাকায় এর দাম দাঁড়াবে প্রায় ৮৩ কোটি ৯৮ লাখ ২৭ হাজার টাকার মতো। প্লেন দুইটি বিমানের বহরে থাকলেও টাকা পরিশোধের পর এগুলো আবারও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বিমানের কাছে।

এদিকে উড়োজাহাজ দুটি কেনার আমদানি অনুমতির জন্য রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ফান্ড থেকে থেকে উড়োজাহাজ দুটি কেনা হবে। এছাড়া উড়োজাহাজ দুটির জন্য সাধারণ বীমা করপোরেশন থেকে পলিসি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৯ সাল থেকে এই দুটি উড়োজাহাজ ভাড়ায় এনে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছিল।

এআর/এসকেডি