অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য প্রতিনিয়ত বিশেষ সেবা দেওয়া অব্যাহত রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় আগামী ২১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন দুইবার সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে এসি মাইক্রোবাস সার্ভিস চালু করতে যাচ্ছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট ও বিকেল ৪টা ১৫ মিনিটে সাতক্ষীরার ভারতীয় ভিসা সেন্টার থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে মাইক্রোবাস ছেড়ে আসবে। সেই মাইক্রোবাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৪ ও বিএস-১৩২ যশোর-ঢাকা ফ্লাইটের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। 

একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৩ ও বিএস-১৩১ ঢাকা থেকে যশোর ফ্লাইটের যাত্রীরা যশোর বিমানবন্দরে নামার পর সাতক্ষীরায় যাতায়াত করতে পারবেন।

সাতক্ষীরা থেকে যশোরে যাতায়াতের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। সাতক্ষীরা-যশোর-সাতক্ষীরা রুটে শাটল সার্ভিসের সেবা পেতে ০১৭০১২১০৮৭০ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

এআর/জেডএস