ডাক্তারি পাস করার প্রথম দিন
এক লোক ডাক্তারি পাস করে প্রথম দিন রোগী দেখছিলেন। তিনি প্রথমে টর্চ দিয়ে রোগীর জিহ্বা, এরপর চোখ এবং সবশেষে কান দেখে বললেন, ‘ব্যাটারি ঠিক আছে।’

****

অসম্ভব বলে কোনো শব্দ নেই
নেপোলিয়ন একদিন আসগরকে বলছেন—
নেপোলিয়ন: আমার অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।
আসগর: বারে, আপনার কেনার সময় সেটা দেখা উচিত ছিল। এখন বলে তো কোনো কাজ হবে না।

***

আলমারি কেউ ধার দেয় না
সগীর: তোমার এত বইয়ের কালেকশন? আর তুমি কি-না এমন করে বইগুলো চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছ? এই ভালো ভালো বইগুলো আলমারিতে রাখা উচিত।
সমীর: উচিত জানি!
সগীর: তাহলে রাখছো না কেন?
সমীর: বই ধার পাওয়া যায়, কিন্তু আলমারি তো কেউ ধার দেয় না ভাই।

****

এক গাড়ির ড্রাইভার কত জন?
এক লোক নতুন গাড়ি কিনেছেন। ড্রাইভার বলল—
ড্রাইভার: স্যার, একটা স্ক্রু ড্রাইভার লাগবে।
ভদ্রলোক: ইস, ড্রাইভার তো একজন রেখেছিই আবার স্ক্রু টাইট দেওয়ার জন্য আরেক জন ড্রাইভার লাগবে?