গণিত জানে না বাবা
বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: বাবা চার যোগ তিনে কত হয়?
বাবা: পাজি ছেলে, পড়াশোনা না করলে এমনই হয়। গাধা কোথাকার!
ছেলে: বলো না কত হয়?
বাবা: বেয়াদব ছেলে, এটাই পারিস না। ক্যালকুলেটরটা নিয়ে আয়, যা!

***
এক মেয়েকে প্রপোজ করার পর
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। এক বন্ধু কয়েকদিন আগে এক মেয়েকে প্রপোজ করতে গিয়েছিল। তারপর—
প্রথম বন্ধু: দোস্ত, আমার মনে হয় ওই মেয়ে কানে শোনে না।
দ্বিতীয় বন্ধু: কী করে বুঝলি?
প্রথম বন্ধু: আমি তাকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। আর উত্তরে সে বলে কি না তার জুতাজোড়া নতুন আর খুব শক্ত।

****

ডাক্তারদের অসুখ হলে তারা যা করে
একদিন এক ডাক্তার তার চেম্বারে রোগী দেখছিল। হঠাৎ অসুস্থবোধ করছিলেন তিনি। তখন তার কম্পাউন্ডারকে ডেকে বললেন—
ডাক্তার: শরীর ভালো লাগছে না, তাড়াতাড়ি একজন ডাক্তার ডেকে আনো!
কম্পাউন্ডার: স্যার, আপনি নিজেই তো দেশসেরা ডাক্তার!
ডাক্তার: আরে গাধা! আমার ফিসওতো দেশে সবচেয়ে বেশি। সেজন্যেই তো বলছি অন্য ডাক্তার ডেকে আনো!