ফেল করেও খুশি হওয়া যায় যেভাবে
মামা: কিরে এ প্লাস পেয়েছিস?
পল্টু: না মামা, আমি তো ফেল করেছি।
মামা: এ কথা তুই হেসে হেসে বলছিস? মানে কী?
পল্টু: পাশের বাসায় ইসরাতও ফেল করেছে তাই।
মামা: মানে কী?
পল্টু: ওর বাবা বলেছিল, ও ফেল করলে ওকে রিকশাওয়ালার সঙ্গে বিয়ে দেবে।
মামা: রিকশাওয়ালার সঙ্গে তোর কী সম্পর্ক!
পল্টু: আমার বাবা বলেছিল, ফেল করলে আমাকে রিকশা কিনে দেবে।

****

বানান ভুলের উপকারিতা
সাংবাদিক: আপনার বইয়ের বিক্রি কেমন?
লেখক: একটি মাত্র বানান ভুলের কারণে সারাদিনে ১ হাজারের জায়গায় ১ লাখ বই বিক্রি হয়েছে! ভাবা যায়!
সাংবাদিক: বইটির নাম কী ছিল?
লেখক: হাউ টু চেঞ্জ ইউর লাইফ? কিন্তু, ভুলবশত লেখা হয়েছিল ‘হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ?

***
মন্টুর বাবার বয়স কত?
ঝন্টু: তোর বাপের বয়স কত বছর রে, দোস্ত?
মন্টু: আমার যা বয়স তাই?
ঝন্টু: পাগল কয় কী! এইটা কীভাবে সম্ভব?
মন্টু: যেদিন আমার জন্ম হলো সেদিনই তো তিনি বাপ হলেন। আর আমিই বাপের প্রথম সন্তান, দোস্ত।

****

সাধু হওয়ার উপকারিতা
ঘরের ভেতর হাবলু ও তার স্ত্রী কথা বলছে—
স্ত্রী: অ্যাই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।

কথাটা শুনেই হাবলু ঘর থেকে বের হয়ে এক ছুট। স্ত্রী খপ করে হাবলুর হাত ধরে বলল—
স্ত্রী: তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও।
হাবলু: ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি।