জুলেখা বলে ডাকে
ট্রেন ডাকাতি হচ্ছে-
ডাকাত : এই তোর নাম কী?
১ম যাত্রী : সুমন।
ডাকাত : যা আছে সব দিয়া দে।
সুমন সব কিছু দিয়ে দিল।

ডাকাত : এই আপনার নাম কী?
২য় যাত্রী : জুলেখা।
ডাকাত : জুলেখা আমার মায়ের নাম ছিল। আপনি সসম্মানে মুক্ত।

ডাকাত : এই তোর নাম কি?
৩য় যাত্রী : উদয়। তবে সবাই আদর করে জুলেখা বলে ডাকে।

***
মেয়ে : আমি যদি তোমাকে না পাই তাহলে পানিতে ডুবে মরব।
ছেলে : লাভ নাই।
মেয়ে : কেন?
ছেলে : কারণ, প্রেমের মরা, জলে ডোবে না। অন্য উপায় বের কর।

***

দুঃখের গান ডেডিকেট
গানের অনুষ্ঠান চলার সময় বল্টু একবার এফএম রেডিও’র আরজেকে ফোন দিলো-
বল্টু : হ্যালো।
আরজে : জি, আমি আরজে আবু বলছি।
বল্টু : আমি রাস্তায় একটু আগে একটি ব্যাগ পেয়েছি। যাতে ৫০ হাজার টাকা, একটা ক্রেডিট কার্ড আর কাশেম নামের এক লোকের পরিচয়পত্র পেয়েছি।
আরজে : তাই? আপনি কত সৎ যে এত কিছু পেয়েও কাশেম সাহেবকে সব কিছু ফিরিয়ে দিতে চাচ্ছেন। আমি কি এখনি কাশেম সাহেবকে আপনার সাথে কনট্যাক্ট করার জন্য রেডিওতে বলে দিবো?
বল্টু : আরে ঐ সব বাদ দেন, আমি আপনাকে ফোন দিছি কারণ কাশেম সাহেব এখন কষ্টে আছেন, তাই তাকে একটা দুঃখের গান ডেডিকেট করতে চাই আপনার রেডিওর মাধ্যমে।