এটা কি চাঁদ নাকি সূর্য?
একদিন চাঁদনি রাতে রিমন আর ইমন মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ রিমন আকাশ দিকে তাকিয়ে ইমনকে বলল-
রিমন : দেখ দেখ, আকাশে কী সুন্দর সূর্য উঠেছে!
ইমন : আরে না, এটা চাঁদ!

কিন্তু রিমন মানছেই না। এ নিয়ে চলছে তাদের তর্ক। ঠিক এসময় রাস্তার পাশ দিয়ে রাকিব যাচ্ছিল। তাই দু’জনেই রাকিবকে ডেকে বলল-
দু’জন : আচ্ছা, আকাশে এটা কি চাঁদ নাকি সূর্য?
রাকিব : আমি কী করে জানবো ভাই? আমি তো এ এলাকায় নতুন!

***

কৌতুক- দুই : বউ আমাকে বের করে দিলো
টিটু : কিরে, ঘরের বাইরে বসে আছিস কেন?
শিমুল : আর বলিস না, আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি, বউকে একটা চেন গিফট দিলাম, আর বউ আমাকে ঘর থেকে বের করে দিলো।
টিটু : কেন? চেন কি অ্যামিটিশনের ছিল নাকি?
শিমুল : নাহ, সাইকেলের ছিল।

***

কৌতুক- দুই : কুটনামি শেখার ও বোঝার ক্ষমতা
একবার এক মেয়ে আলাদিনের চেরাগ পেল। ঘঁষা দিতেই দৈত্য হাজির। তারপর মেয়েটির তিনটি ইচ্ছা-
১ম ইচ্ছা, আমাকে অনেক ধৈর্যশীল করে দাও।
২য় ইচ্ছা, পৃথিবীর যতো প্যাঁচ আর কুটনামি শেখার ও বোঝার ক্ষমতা দাও।
৩য় ইচ্ছা, এমন কিছু দাও- যা কোনদিন শেষ হবে না।

ইচ্ছা শুনে দৈত্যটা তাকে হিন্দি সিরিয়াল ও স্টার জলসা দেখতে বসিয়ে দিলো!