ম্যাডাম : অনেক অনেক বছর আগের কথা। তখন মোঘল সম্রাট আকবরের শাসনামল ছিল। একদিন তিনি তার বিছানায় শুয়ে ছিলেন।
এমন সময় এক ছাত্র দাঁড়িয়ে-
ছাত্র : ম্যাডাম, এই পোলা পিছে থাইকা আমারে খালি খুচাইবার লাগছে।
ম্যাডাম : এই ছেলে, আমার পড়ানোর সময় কোন ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করলে কান ধরে বের করে দেব। তো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আমি যেন কোথায় ছিলাম?
ছাত্র : ম্যাডাম আকবরের বিছানায়...।

***
স্যার : এই বল্টু, বলতো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি?
বল্টু : পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু।
স্যার : এইটা ক্যামনে সম্ভব। ব্যাখ্যা দে।
বল্টু : ব্যাখ্যাতো আরো সহজ! বাংলা দ্বিতীয় পত্রে প্রবাদ আছে- অতি চালাকের গলায় দড়ি। বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী (প্রমাণিত)।

*****
মৃত্যুশয্যায় শায়িত স্বামী তার স্ত্রীকে বলছেন-
স্বামী : আমিতো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি সাজ্জাদ সাহেবকে বিয়ে কর।
স্ত্রী : সাজ্জাদ সাহেব! বলো কি, তিনি তো তোমার শত্রু। আর তাকে কি না বিয়ে করতে বলছ তুমি!
স্বামী : আমি জানি সে আমার শত্রু। সাজ্জাদকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ।