টেলিফোন বিল বেশি আসার কারণ
এক মাসে বাসার ফোনবিল অস্বাভাবিকভাবে বেশি এল। বাসায় জরুরি মিটিং বসলো—
বাবা: আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।
মা: আমিও গত মাসে কোনো ফোন বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।
ছেলে: আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।
কাজের মেয়ে: তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!

***

রোমান সৈন্যের পোশাক
শিক্ষক: প্রাচীনকালে রোমান সৈন্যরা একধরনের বিশেষ পোশাক পরত।
ছাত্র: সেটা কী বাবা?
শিক্ষক: এখন মেয়েদের কাছে ওই বিশেষ পোশাকটাই ব্যাপকভাবে জনপ্রিয়।
ছাত্র: পোশাকটার নাম কী?
শিক্ষক: সেটার নাম স্কার্ট।

***

ফাইভ মারা গেছে
শ্রেণিকক্ষে ম্যাডাম বল্টুকে বললেন—
ম্যাডাম: ইংরেজিতে জিরো থেকে টেন পর্যন্ত বল।
বল্টু: জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন।
ম্যাডাম: ফাইভ কোথায় গেল?
বল্টু: মারা গেছে ম্যাডাম।
ম্যাডাম: মানে? কিভাবে?
বল্টু: গতকাল রাতে টিভিতে ইংরেজি খবরে পাঠক বলছিলেন, ‘ফাইভ ডাইড ইন এ কার অ্যাকসিডেন্ট’!