আমার পছন্দ হয়েছে

একটা ছোট্ট বাবুকে প্রশ্ন করলেন এক মহিলা-

মহিলা : বাবু, বলো তো, তোমার বাড়ির পাশের পুকুরে তিনটা হাঁস ভাসছে। যদি তুমি একটাকে শটগান দিয়ে গুলি করো, ক’টা থাকবে?

বাবু : উমম, তাহলে গুলির শব্দ শুনে সব উড়ে চলে যাবে, একটাও থাকবে না।

মহিলা : উঁহু, তিনটার মধ্যে একটাকে গুলি করলে বাকি থাকবে দুটো। কিন্তু তোমার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে।

বাবু মুচকি হেসে বললো, ‘তাহলে মিস, আমি একটা প্রশ্ন করি। বলুন তো, আইসক্রীম পার্লার থেকে তিন মহিলা বের হয়েছে কোন আইসক্রীম কিনে। একজন

আইসক্রীম কামড়ে খাচ্ছে, একজন চেটে খাচ্ছে, আরেকজন চুষে খাচ্ছে। এদের মধ্যে কে বিবাহিত?’ মহিলা : ইয়ে, মানে বাবু, আমার মনে হয় শেষের জন।
বাবু : উঁহু, এদের মধ্যে যার হাতে বিয়ের আংটি আছে, সে-ই বিবাহিত, কিন্তু আপনার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে।

****

জীবনের ট্যাজেডি

আপনি যা চান তা পান না- ভালোবাসা।

আবার যা পান তা উপভোগ করেন না- বিয়ে।

যা উপভোগ করেন তা আবার চিরস্থায়ী নয়- বান্ধবী।

যা চিরস্থায়ী সেটা আবার বিরক্তিকর- বউ।

****

গরিব মেয়ে আছে

বাবা রাতের বেলা FTV তে ফ্যাশন শো দেখছিলো। হঠাৎ ছেলে এসে রুমে ঢুকলো-

বাবা : বেচারা গরিব মেয়েরা, কাপড়-চোপড় কেনার পয়সা নাই!

ছেলে : এর চেয়েও গরিব মেয়ে আছে। ওরা আরো গরিব।