আজকের জোকস : ৭ আগস্ট, ২০২১
চাকরিটা ছেড়ে দিলেন কেন
অফিসের বড় কর্তা ও মিন্টুর মধ্যে কথা হচ্ছে-
বিজ্ঞাপন
বড় কর্তা : আচ্ছা আপনি আগের চাকরিটা ছেড়ে দিলেন কেন?
মিন্টু : অসুস্থতার জন্য, স্যার।
বিজ্ঞাপন
বড় কর্তা : তা কী হয়েছিল আপনার?
মিন্টু : আরে আমার তো কিছুই হয়নি। অফিসের বড় কর্তাই আমার কাজে অসুস্থ হয়ে পড়লেন, মানে তার প্রায় মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল।
****
দাঁত আছে কী করতে
শাশুড়ি : তোমার দু’টো চোখ আছে কী করতে? চাল থেকে দু’টো কাঁকর বাছতে পার না? রোজ খেতে বসে একই জিনিস দাঁতে লাগে।
বউ : আপনার বত্রিশটা দাঁত আছে কী করতে? দু’টো কাঁকর চিবোতে পারেন না?
****
আমি মরতে যাচ্ছি
এক বৃদ্ধ মৃত্যুশয্যায়। চিকিৎসক বলেছেন খুব বেশি হলে ঘণ্টাখানেকের মধ্যে মারা যাবেন তিনি। তার আত্মীয়-স্বজন সবাই ভিড় করেছে তার বিছানার পাশে। তাকে সাহস দেয়ার চেষ্টা করছে-
নাতি : দাদু তোমার মুখটা খুব উজ্জ্বল দেখাচ্ছে।
ছেলে : বাবা তোমার শ্বাস-প্রশ্বাস তো একদম নরমাল।
পুত্রবধূ : শরীরের তাপমাত্রাও তো বেশ স্বাভাবিক।
বৃদ্ধ : শুনে ভালো লাগছে যে সুস্থ অবস্থায় আমি মরতে যাচ্ছি।
****
তোমারেও কথা দিলাম
এক নেতা ভোট চাইতে ভোটারের কাছে গেছেন-
নেতা : চাচা, কথা দেন, ভোটটা আমারেই দিবেন।
ভোটার : কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলছি।
নেতা : তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, তা তো নয়।
ভোটার : তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।