আঙুলের ছাপ

ছেলে জিজ্ঞেস করল-

ছেলে : বাবা, তুমি আমার রিপোর্ট কার্ডে সই না করে আঙুলের ছাপ দিলে কেন?

বাবা : তুমি পরীক্ষায় যা নম্বর পেয়েছ, আমি চাই না, তোমার ক্লাস টিচার জানুক যে তোমার বাড়িতে শিক্ষিত লোকজন আছে।

****

সাত টুকরো করে দিন

ছেলে-মেয়েদের আবদার মেটাতে একদিন টিটু সাহেব তাদের নিয়ে গেছেন পিৎজার রেস্তোরাঁয়। বড় মাপের একটা পিৎজার অর্ডার দেয়ার পর ওয়েটার এসে জিজ্ঞেস করল-

ওয়েটার : আপনারা তিনজন। তাহলে কি তিন টুকরো করে কেটে দেব?

টিটু : না, সাত টুকরো করে দিন। তাহলে ওরা বেশি টুকরো খেতে পারবে।

****

ব্রেকটা ঠিক করাবো

আজিজ মিঞার কারখানায় আগুন লেগেছে। তিনি খবর দিলেন দমকলকর্মীদের। চটজলদি হাজির হলো দমকল বাহিনী। কারখানার সামনের ছোট গলিটার দু’পাশের দোকানগুলো ভেঙে, সদর দরজা গুঁড়িয়ে দিয়ে, দেয়াল ভেঙে সোজা অগ্নিকুণ্ডের স্থলে গিয়ে থামল গাড়ি! প্রচণ্ড ঝাঁকি খেয়ে গাড়ির পেছনে রাখা পানির ট্যাংকিটা ছিটকে গিয়ে পড়ল আগুনে। ব্যস, নিভল আগুন।

দমকলকর্মীদের তৎপরতা দেখে ভীষণ খুশি আজিজ। তিনি দমকল বাহিনীর প্রধানের হাতে ১০ হাজার টাকা পুরস্কার তুলে দিলেন। জিজ্ঞেস করলেন-

আজিজ : এই টাকা দিয়ে আপনারা কী করবেন বলুন তো?

বাহিনীর প্রধান : প্রথমেই গাড়ির ব্রেকটা ঠিক করাবো!