স্ত্রীর কথায় বন্দুক চাইল স্বামী

স্ত্রী: ওগো শুনছ, আমার কিছু জিনিস প্রয়োজন।

স্বামী: কী?

স্ত্রী: ছেলে-মেয়ে আর আমার জন্য পাঁচ সেট জামা। বিছানার চাদর, কিছু নতুন চেয়ার, একটা ফ্রিজ, একটা এলসিডি টিভি, ছেলের জন্য একটা মোবাইল, মেয়ের জন্য গয়না...

স্বামী: সে ক্ষেত্রে আমারও কিছু জিনিস প্রয়োজন।

স্ত্রী: কী?

স্বামী: একটা বন্দুক, একটা মুখোশ আর শহরের একটা ব্যাংকের পুরো নকশা...

****

মহাশূন্যে কী করা যায় না?

শ্রেণিকক্ষে বিজ্ঞান বিষয়ে পড়াচ্ছেন শিক্ষক। একসময়ে শিক্ষক ছাত্রকে বললেন-

শিক্ষক: বল তো লাল্টু। মহাশূন্যে কী করা যায় না?

লাল্টু: ফাঁসি দেওয়া যায় না স্যার।

***
৩০ বছরে ৩৫ বছরের অভিজ্ঞতা

এক লোক চাকরির ইন্টারভিউ দিতে গেলেন-

প্রশ্নকর্তা: আপনার বয়স কত?

প্রার্থী: ৩০ বছর।

প্রশ্নকর্তা: আগে কোনো চাকরি করেছেন?

প্রার্থী: করেছি।

প্রশ্নকর্তা: কত বছর?

প্রার্থী: ৩৫ বছর।

প্রশ্নকর্তা: কিভাবে সম্ভব? আপনার বয়স তো ৩০ বছর।

প্রার্থী: বোঝেন নাই, ওভার টাইম করেছি।

****

অহংকারের জবাব যেমন হয়

গোপালের দোতলা বাড়ি তৈরি হলে সে তার প্রতিবেশী এক ভাইপোকে ছাদের উপর দাঁড়িয়ে ডাকতে লাগল, ‘রাখাল, ও রাখাল, কী করছিস ওখানে?’ রাখাল বুঝলো কাকা দোতলা বাড়ি দেখাচ্ছে। তাই সে কোনো কথা বলল না।

এর বহুদিন পর রাখালও নিজের চেষ্টায় ছোটখাট একটি দোতলা বাড়ি তৈরি করে ফেলল। তারপর গোপালের মতো ছাদে উঠে ডাকতে লাগল, ‘কাকা, ও কাকা, সে বছর আমায় ডেকেছিলে কেন?’