পার্লারের গেটে শিস বাজাবেন না

বিউটি পার্লারের গেটের পাশে সাইনবোর্ড লাগানো—

‘এই পার্লারের গেট দিয়ে কোনো সুন্দরী মেয়েকে বের হতে দেখলে মনের ভুলেও শিস বাজাবেন না। কেননা সে কিন্তু আপনার দাদিও হতে পারে!’

****

লেখকের হাতের লেখা খারাপ

প্রকাশক: হাতের লেখা কী বিচ্ছিরি আপনার! উপন্যাসটা হাতে না লিখে কম্পিউটারে কম্পোজ করতে পারলেন না?

লেখক: কম্পিউটার কম্পোজ করতে জানলে কি আর উপন্যাস লিখে বেড়াই?

***

বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হওয়ার ফল!

এক মাকড়সার জালে ঝুলছে গাছের পাতার কিছু টুকরো ও ফুলের পাপড়ি। সেই সময় এক মাছি উড়ে এসে আটকে গেল সেই জালে। তারপর বলল—

মাছি: কেন যে বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হলাম!

****

খরগোশের পায়ে ব্যান্ডেজ

দুই খরগোশের দেখা। একটির এক পায়ে ব্যান্ডেজ বাঁধা। অন্যটি জিজ্ঞেস করল—

প্রথম খরগোশ: শিকারির কীর্তি?

দ্বিতীয় খরগোশ: হ্যাঁ।

প্রথম খরগোশ: গুলি করেছিল?

দ্বিতীয় খরগোশ: না, মাতাল অবস্থায় আমার পা মাড়িয়ে দিয়েছিল।

****

গোলাগুলি শেষে সৈনিকের কাণ্ড!

প্রচণ্ড গোলাগুলি শেষে এক যোদ্ধা ছুটে গেল সৈনিকদের ডাক্তারের কাছে—

ডাক্তার: কী সমস্যা তোমার?

সৈনিক: আপনি পরীক্ষা-নিরীক্ষা করে শুধু এটুকু বলুন, আমি কি আমি, না আমার আত্মা?