স্বামী যেদিন রাজি হয় না

এক ভদ্রমহিলা কেনাকাটা শেষে টাকা দেয়ার সময় বিক্রেতা লক্ষ্য করলেন, ভদ্রমহিলার ব্যাগের ভেতরে একটা টিভি রিমোট কন্ট্রোল।
বিক্রেতা : কিছু মনে করবেন না ম্যাডাম, আপনি কি সব সময় ব্যাগে রিমোট কন্ট্রোল রাখেন?
ভদ্রমহিলা : না। শুধু যেদিন আমার স্বামী আমার সঙ্গে মার্কেটে আসতে রাজি হয় না, সেদিন!

****

এই নাও হজমের ট্যাবলেট

ভিক্ষুক : বাবা, তোমার প্রতিবেশী আমাকে পুরো পেট ভরে খাইয়েছে। তুমিও কিছু দাও বাবা!

চান মিয়া : পেট ভরে তো খেয়েছো, এই নাও হজমের ট্যাবলেট। এটা খেলে হজমও হয়ে যাবে!

****

কাল এনে দেবো

একটি দোকানে কাজ করে সুব্রত। দোকানের মালিক সুব্রতকে বলল, ‘আমি বাড়ি থেকে আসছি, কোন খদ্দের ফেরাবি না। যা চাইবে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।

খদ্দের : ভাই টয়লেট পেপার আছে?

সুব্রত : না ভাই, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।

****

আমাকে কলাটা দাও

সেলিম : ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?

বিক্রেতা : তিন টাকা।

সেলিম : দুই টাকায় দেবে কিনা বলো?

বিক্রেতা : বলেন কি! কলার ছোকলার দামই তো দুই টাকা।

সেলিম : এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও!