স্বামী এক কথার মানুষ

স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে। এমনকি ঝগড়া গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত ! এক পর্যায়ে খাটের নিচে আশ্রয় নিল স্বামী বেচারা—

স্ত্রী: খাটের নিচে উঁকি দিয়ে বলল, বেরিয়ে এসো। বেরিয়ে এসো বলছি!

স্বামী: উত্তরে মিনমিন করে বলল, কেন কি করবে তুমি আমার? তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি!

স্ত্রী: কি বললে? কি করবে তুমি আমাকে?

স্বামী: তোমাকে ভয় পাই ভেবেছ? তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু যা বলি তাই করি।

স্ত্রী: কী বলতে চাও তুমি? কী করবে শুনি?

স্বামী: একবার যখন বলেছি আমি খাটের নিচ থেকে বের হব না। তো কিছুতেই বের হব না।

***

এমএস অফিসের ঠিকানা চাইলেন কর্মচারী

লাল্টুর অফিসে প্রথম দিনেই বড় কর্তার সঙ্গে কথা হচ্ছে—

বড় কর্তা: আপনি কম্পিউটারে কী কী কাজ জানেন?

লাল্টু: স্যার, প্রায় সব ধরনের কাজই করতে পারি।

বড় কর্তা: আচ্ছা, আপনি এমএস অফিস জানেন?

লাল্টু: আজই যেতে হবে? তাহলে ওই অফিসের ঠিকানাটা একবার বলে দিলেই আমি খুঁজে বের করতে পারব, স্যার।

****

চাকরি ছেড়ে দেওয়ার কারণ কী?

অফিসের বড় কর্তা ও সেন্টুর মধ্যে কথা হচ্ছে—

বড় কর্তা: আচ্ছা আপনি আগের চাকরিটা ছেড়ে দিলেন কেন?

সেন্টু: অসুস্থতার জন্য, স্যার।

বড় কর্তা: তা কী হয়েছিল আপনার?

সেন্টু: আরে আমার তো কিছুই হয়নি। ওই অফিসের বড় কর্তাই তো আমার কাজে অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে তার প্রায় মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল স্যার।