লাল বাতি জ্বলে উঠলে
বাবলু রাস্তা দিয়ে গাড়ি হাঁকিয়ে যাচ্ছে। একসময় রাস্তার লাল বাতি জ্বলে উঠল। কিন্তু বাবলুর থামার কোনো নামগন্ধ নেই। লাল বাতি পেরোতেই ট্রাফিক পুলিশ বাবলুকে থামিয়ে দিয়ে বললেন—
ট্রাফিক: রাস্তায় লাল বাতি জ্বলে উঠেছে, দেখতে পারছেন না? লাল বাতি জ্বলে উঠলে যে থামতে হয় তা-ও জানেন না, নাকি?
বাবলু: লাল বাতি জ্বলে ওঠা তো দেখেছি, কিন্তু আপনি যে দাঁড়িয়ে ছিলেন এটা দেখতে পাইনি, স্যার।

****
যদি ভালো না বাসো
শীলাকে চিঠি লিখেছে রনি—‘প্রিয় শীলা, আমাকে যদি তুমি ভালোবেসে থাকো, তাহলে চিঠিটা পড়। আর যদি ভালো না বাসো, তাহলে আমাকে চিঠি লিখে জানাও যে তুমি চিঠিটা পড়নি!’

***
ঘুম ভাঙার পর আয়না দেখা
অফিসে যাওয়ার আগে বাসা থেকে বের হওয়ার সময় বিরক্ত স্বামী। তাড়াহুড়া করে টাই বাঁধতে বাঁধতে স্ত্রীকে বলল—
স্বামী: না জানি আজ কার মুখ দেখে ঘুম ভাঙছে!
স্ত্রী: কী হয়েছে?
স্বামী: সাড়ে ১০টা বাজতে চলল, এখনো নাস্তা কপালে জুটল না!
স্ত্রী: আমাদের খাটের পায়ের দিকের দেওয়াল থেকে বড় আয়নাটা সরাও। তা না হলে প্রতিদিন একই অভিযোগ করতে হবে তোমাকে!

****

স্বার্থপরের ইংরেজি কী?
ইংরেজি পরীক্ষা ছিল কোচিংয়ে! রিমনের যেতে রীতিমতো দেরি হলো! ফলে তাকে বসতে হলো মেয়েদের পেছনে! হঠাৎ তার সামনের মেয়েটি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল—
মেয়ে: এই, স্বার্থপরের ইংরেজি কী হবে?
রিমন: জানি, কিন্তু বলব না।
মেয়ে: তুমি একটা সেলফিস!