একদিন এক ভিক্ষুক গেছে ভিক্ষা করতে-
ভিক্ষুক: আপা, ত্রিশটা টাকা দেন।
গৃহকর্ত্রী: টাকা কি গাছে ধরে?
ভিক্ষুক: কেন আপা, সমস্যা কী?
গৃহকর্ত্রী: আমার স্বামী এখন বাড়িতে নেই।
ভিক্ষুক: আপা, কালকে ফেসবুকে আমাদের ভিক্ষুক সমিতির পেজ থেইকা স্ট্যাটাস দিয়া জানাইছিলাম, ‘আইজ আমরা মিরপুরে ভিক্ষা করবো। আপনার স্বামী টাকা রাইখা যায় নাই কেন?’
গৃহকর্ত্রী: উনি মনে হয় স্ট্যাটাস খেয়াল করেননি।
ভিক্ষুক: ঠিক আছে, মোবাইল নম্বর রাইখা যাইতেছি, ভিক্ষাটা ফ্লেক্সি করে দিয়েন!

***
সামান্য জ্বরও ভয়াবহ হতে পারে
রোগী: আজ আমি বুঝতে পারছি, সামান্য জ্বরও যে কত ভয়াবহ হতে পারে।
ডাক্তার: কীভাবে বুঝলেন?
রোগী: কীভাবে আর? আপনার লেখা ওই প্রেসক্রিপশনের কাগজটা দেখে!
ডাক্তার: তাতে কী?
রোগী: এত ওষুধ কেনার টাকা কোথায় পাবো?

***
মালিকের কথাই শেষ কথা
বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছেন-
মালিক: রবিন, বাগানে জল দিয়ে আয় যা।
কাজের লোক: স্যার, আজকে তো বৃষ্টি হচ্ছে।
মালিক: বৃষ্টি হলে সমস্যা কী? ছাতা নিয়ে যা!