যেভাবে টাকা গুনতে বেশি সুবিধা
বিক্রেতা: এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম। বাসায় নিয়ে যেতে সুবিধা হবে।
পল্টু: এই নিন টাকা।
বিক্রেতা: এ কী, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন?
পল্টু: টাকা একটু কম দিলাম। তাতে আপনার গুনতে সুবিধা হবে!

***

অভিনেতাদের দুঃখ
দুই অভিনেতা তাদের অভিনয় জীবনের স্মৃতিচারণ করছে—
১ম জন: একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয় করেছিলাম যে দর্শকরা কেদেকেটে বুক ভাসিয়ে দিয়েছিল।
২য় জন: একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয়ের পর দর্শকরা আমি মরে গেছি ভেবে খাটিয়া নিয়া হাজির হয়েছিল।
১ম জন: বলেন কি?
২য় জন: শুধু কি তাই? ইনস্যুরেন্স কোম্পানি পর্যন্ত আমার বউকে পলিসি বাবদ সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছিল।

***

শিক্ষকের বাগানের ফল চুরি করে বাঁচার উপায়
শিক্ষক: তোমরা গতকাল ভাইস প্রিন্সিপাল স্যারের বাসার পাশ থেকে আম চুরি করে খেয়েছ?
ছাত্র: জি না, স্যার!
শিক্ষক: সত্যি করে বলো, পরে জানতে পারলে কিন্তু কলেজ থেকে বের করে দেব।
ছাত্র: না স্যার, আমরা খাইনি।
শিক্ষক: দেখো, আমরা কিন্তু সব রুম চেক করব, কারও রুমে যদি বাকল বা বিচি পাই, তাহলে কিন্তু খবর আছে!
ছাত্র: সমস্যা নেই, সব বাইরে ফেলে দিয়েছি।