ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে গাঁজার প্যাকেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। আটক নারীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সামনে থেকে সেলিনা হোসেন নামে ওই মাদক কারবারিকে প্রক্টরিয়াল টিমের কাছে তুলে দেয় শিক্ষার্থীরা।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে খবর পেয়ে রাত ৯টার দিকে ওই নারীকে ২৫০ গ্রাম গাঁজাসহ বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনে থেকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদকের সঙ্গে কারও যুক্ত থাকার প্রমাণ পেলে আমরা কঠোর ব্যবস্থা নেব। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে আমরা প্রতিশ্রতিবদ্ধ। এ বিষয়ে শিক্ষার্থী, সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করছি।

এইচআর/আরএইচ