চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) অভিযুক্ত দুইজন শোকজের জবাব দেওয়ার পর তাদের বরখাস্ত করা হয়। তারা হলেন- চবি উপাচার্যের সহকারী খালেদ মিসবাহুল মোকর রবীন ও হিসাব নিয়ামক শাখার কর্মচারী আহমদ হোসেন।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, ফোনালাপ ফাঁসের ঘটনায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল আগে। এখন তদন্তের স্বার্থে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তদন্ত এখনো চলমান রয়েছে।

ফোনালাপ ফাঁসের ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলেও গত ১০ দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। 

এর আগে গত ৩ মার্চ ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির পদে ১২ লাখ, চতুর্থ শ্রেণি পদে ৮ লাখ, অফিসার পদে ১৫ লাখ ও শিক্ষক নিয়োগে ১৬ লাখ টাকারওে বেশি লেনদেন হয় বলে অভিযোগ উঠে।

রুমান হাফিজ/এমএএস