ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (২৭ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দ্রুত আশিকের সন্ধান ও মুক্তির দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নিয়ে আশিকুরের বাবা সিরাজুল ইসলাম বলেন, আমি সকালে তার বন্ধুদের মাধ্যমে শুনে বিশ্ববিদ্যালয়ে আসি। গতকাল রাত বারোটার দিকে তাকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যায়। আমি লালবাগ ও শাহবাগ থানায় গিয়েছিলাম সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য কিন্তু উনারা জিডি নেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি চাই অতি দ্রুত আশিককে আমাদের মাঝে ফিরিয়ে দিক।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নিয়ে যাওয়া হলো কিন্তু এখন তা অস্বীকার করা হচ্ছে। আশিককে নির্দোষ প্রমাণ করা আমার কাজ নয়। কিন্তু একজনকে যে নিয়ে গেল তার কোন হদিস পাওয়া যাচ্ছে না এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সে হিসেবে আমরাও কিন্তু নিরাপদ না।

বিভাগের আরেক শিক্ষক মিসেস ঊষাণ আরা বাদল বলেন, আমি আমার ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করছি। এটা আসলেই একটা মর্মান্তিক বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে। আমরা দ্রুত তাকে ফিরে পাব বলে আশা করছি।

আশিকুর রহমানের সহপাঠী সজীব হোসেন বলেন, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়েছে। কিন্তু কেন নিয়ে গেছে এ বিষয়ে আমাদের এখনো কোন কিছু জানানো হয়নি। আমরা প্রক্টর স্যারের কাছে গিয়েছি তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। তবে প্রক্টর অফিস থেকে বলা হয় খুব শীঘ্রই তারা আমাদের এ বিষয়ে সন্ধান দিবেন। আমরা চাই অতি দ্রুত আমাদের মাঝে তাকে ফিরিয়ে দেওয়া হোক।

প্রসঙ্গত, আশিকুর রহমানের বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলায়। তার বাবা সিরাজুল ইসলাম পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আশিকুর চার ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তিনি আজিমপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখান থেকেই শনিবার রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

এইচআর/আইএসএইচ