জবি মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের শব্দদূষণ প্রতিরোধী ক্যাম্পেইন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক বিদ্যুৎ কুমার বালো কোর্সের একাডেমিক কাজের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাধ্যমে শব্দদূষণ প্রতিরোধী ক্যাম্পেইন করেন।
রোববার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর, শান্তি নগর মোড় এবং বাসের ভিতরে শব্দদূষন বিরোধী ক্যাম্পেইনে অংশ নেন শিক্ষার্থীরা। প্ল্যাকার্ড, হাতে আঁকা ছবি আর লিফলেটের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করেন তারা।
বিজ্ঞাপন
ক্যাম্পেইনের সময় তারা ক্যানভাস, প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজধানীর মতিঝিল ও শান্তিনগর মোড়ে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচী পালন করেন। চলমান বাসের ভিতের যাত্রীদের সচেতন করতে তাদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণ করা মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. জহির উদ্দিন বলেন, এমন কাজ পরিশ্রমের হলেও আমাদের আনন্দ দেয়, আমরা এর মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভ করতে পেরেছি৷ এটা একাডেমিক কোর্স বুঝতে সাহায্য করবে এবং জনসচেতনতায় কাজে দেবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব বিদ্যুৎ কুমার বালো বলেন, আমরা শিক্ষার্থীদের সঠিক শিক্ষার বিষয়ে সচেতন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একাডেমিক পড়ালেখার পাশাপাশি একজন ভালো মানুষ হোক। এই কাজের মাধ্যমে তাদের যোগাযোগ দক্ষতা এবং সামাজিক সচেতনতাও বাড়বে।
এমটি/আইএসএইচ