নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একটি ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে উপ-উপাচার্য আরও বলেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানানো হবে।
হাসিব আল আমিন/এসপি
বিজ্ঞাপন