ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ নামকরণের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেট।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেওয়া হয়৷ সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সদস্য সূত্রে জানা যায়, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণের বিষয়ে অনেকদিন ধরে আলোচনা হয়ে আসছিল। আজকের সভায় এটি প্রস্তাব আকারে আসলে তা অনুমোদন করে বিশ্ববিদ্যালয়ের এ সভা।

তবে শেখ রাসেলের নামে নামকরণ এখনই হচ্ছে না বলেও জানান এক সিন্ডিকেট সদস্য। তিনি বলেন, সিন্ডিকেটে নামকরণের প্রস্তাব পাস হয়েছে। কিন্তু এখনই পরিবর্তন হচ্ছে না। কিছু আনুষ্ঠানিকতা আছে। সেগুলো শেষ করে নাম পরিবর্তন করা হবে।

এইচআর/এসএসএইচ