ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নানা সেবা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এক্ষেত্রে পিছিয়ে নেই নারী নেতাকর্মীরাও।

শনিবার (৪ জুন) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন পয়েন্টে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা, জয় বাংলা বাইক সার্ভিস, অভিভাবক ছাউনির ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র গঠন এবং মাস্ক, কলম ও পানি সরবরাহ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এসব সেবায় নিয়জিত ছিলেন ঢাবি ছাত্রলীগের বিভিন্ন হলের নারী নেতাকর্মীরাও। কার্জন হলে সুফিয়া কামাল হল ছাত্রলীগ, অপরাজেয় বাংলার পাদদেশে শামসুন নাহার হল ছাত্রলীগ, বঙ্গমাতা হলের সামনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ, সমাজকল্যাণ অনুষদে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগ এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে রোকেয়া হল ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করতে দেখা যায়।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি ঢাকা পোস্টকে বলেন, ২০২১-২০২২ সেশনের ‘খ ইউনিটের’ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে গতকালের (শুক্রবার) মতো আজও বঙ্গমাতা হল ছাত্রলীগ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্দেশনায় তথ্য সহায়তা দিতে পাশে রয়েছে। আমরা সমাজকল্যাণ ইন্সটিটিউটের সামনের ডেস্কে বসে এ সহায়তা প্রদান করছি। আমরা শিক্ষার্থীদের কলম, বিশুদ্ধ খাবার পানি ও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দেখভাল করছি। অভিভাবকদের সার্বিক সহায়তায়ও আমরা পাশে আছি। সামনের পরীক্ষার দিনগুলোতে আমরা এ সেবা দিয়ে যাব।

শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা বলেন, প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায়  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক বেশকিছু কর্মসূচি নেওয়া হয়েছে। ওই কর্মসূচির আওতায় শামসুন নাহার হল ছাত্রলীগের পক্ষ থেকে আমরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ সংরক্ষণ, পরীক্ষার কেন্দ্র সঠিকভাবে চিনতে সহায়তা, পানি এবং কলম দিয়ে সহায়তা করছি। এছাড়া দূর থেকে আসা শিক্ষার্থীদের থাকার সমস্যা নিরসনে হলে থাকার ব্যবস্থা করেছি। চলমান প্রতিটি ইউনিটের পরীক্ষার দিনে আমাদের এ সেবা কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, প্রতিবারের ধারাবাহিকতায় এবারও আমরা ভর্তিচ্ছুদের নানা ধরনের সেবা দিচ্ছি। ছেলেদের পাশাপাশি নারী নেতাকর্মীরাও ভালো ভূমিকা রাখছে। হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তারা তথ্য সরবরাহ থেকে শুরু করে নানা ধরনের সেবা দিচ্ছে। যেকোনো প্রয়োজন ও পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা পরীক্ষা যতদিন চলবে ততদিন ভর্তিচ্ছুদের পাশে থাকার অঙ্গিকার করছে।

এইচআর/এসএসএইচ