জাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ গ্রামবাসীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার পরে আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে আপাতত সে সুযোগ না দিয়ে সাভারের এক স্থানীয় হোটেলে ‘আতঙ্কিত’ শিক্ষার্থীদের রাখার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় শিক্ষার্থীদের এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। তবে সাভারের হোটেলে থাকার প্রস্তাব ফিরিয়ে দেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থী আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ‘দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণেই স্থানীয় লোকজন এমন মারমুখী হয়ে ওঠেছে। এই অবস্থায় আমরা কোনোভাবেই সেখানে নিজেদের সেইফ মনে করছি না। আমরা আতঙ্কিত, যেকোনো সময়ে আমাদের ওপরে আবারো হামলা চালানো হতে পারে। আমরা সাভারের কোনো হোটেলে নয় বরং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে চাই। শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার দাবি জানাই।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ঢাকা পোস্টকে বলেন, ‘সংঘর্ষের ঘটনার পর আজকে শিক্ষার্থীদের পুনরায় গেরুয়ার মেসে ফিরে যাওয়ার পরিবেশ নেই। তাই আমি ঢাকা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য সাভারে আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছি।’

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হাসান ঢাকা পোস্টকে বলেন, ‘আজকের পর পরিস্থিতি অস্বাভাবিক। উভয় পক্ষ আতঙ্কে আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পুলিশ টহল অব্যাহত থাকবে।’

ওএফ