চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেন আটকা পড়েছে। বৃষ্টির পানির কারণে রেললাইন ডুবে যাওয়ায় ট্রেন যেতে পারেনি। এতে দুর্ভোগে পড়তে হয়েছে শিক্ষার্থীদের।

রোববার (১৯ জুন) রাত সাড়ে ৮টার ট্রেন নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে ফতেয়াবাদ স্টেশন এসে আটকা পড়ে।

সোহান নামে এক শিক্ষার্থী ফেসবুকে বিশ্ববিদ্যালয় পরিবারে লিখেছেন, শহরে টিউশনি করতে গিয়েছিলাম। যাওয়ার সময় বৃষ্টি ছিল। আসার সময়ও একই অবস্থা। এখন পানির জন্য ট্রেন আটকে গেছে। বৃষ্টি আর বাতাসের তীব্রতায় বিপদে পড়লাম।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন বৃষ্টির পানির জন্য যেতে পারেনি। লাইনের ওপর পানি থাকায় ঝুঁকির কথা চিন্তা করে ট্রেন বন্ধ করা হয়েছে।

সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ট্রেন ফতেয়াবাদ এসে আর এগুতে পারেনি। লাইনে পানি। এদিকে ক্যাম্পাসজুড়ে বন্যার মতো অবস্থা। যেহেতু ক্যাম্পাস থেকে খুব বেশি দূরে না ফতেয়াবাদ, এক্ষেত্রে শিক্ষার্থীদের নিজ উদ্যোগে আসার কথা বলা হয়েছে।

রুমান/এসপি