ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও পুনর্মিলনীর অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকেলে হল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ইসতাক শিমুল, কোষাধ্যক্ষ ড. আশিকুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক শাসন, হলের সাবেক শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম মামুন, এম এ খায়ের, মোহাম্মদ মতিয়ার রহমান, শেখ সেলিম রেজা, ড. মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ মনির আমিন, মো. মহিউদ্দীন, আহসান হাবীব, হল ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির, সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন প্রমুখ।

এ কার্যক্রমের আওতায় মুহসীন হলের সাবেক শিক্ষার্থীরা অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে (https://mohsinhalldu.org/) গিয়ে অনলাইন নিবন্ধনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন। একইসঙ্গে আগামী ১৮ নভেম্বর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।

এইচআর/আরএইচ